নবদূত রিপোর্টঃ
সৈয়দপুরে হবে রেলওয়ের যাত্রীবাহী কোচ উৎপাদনের কারখানা। ভারতের আর্থিক সহায়তায় ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের কাজ। আগামী বছর চূড়ান্তভাবে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এর মধ্যেই ভারতের সঙ্গে সৈয়দপুরে নতুন করে বগি উৎপাদনের কারখানা স্থাপনের জন্য চুক্তি করা হয়েছে।
বিদেশ থেকে আমদানি নয়, দেশেই ট্রেনের যাত্রীবাহী কোচ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সৈয়দপুরে হবে কারখানা। প্রকল্পে আর্থিক সহায়তা দেবে ভারত।
এর আগে ভারত, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জার্মানি ও কোরিয়া থেকে শ্রেণিভেদে ৫ থেকে ৮ কোটি টাকা দরে প্রতিটি কোচ আমদানি করে আসছে রেলওয়ে।