Friday, December 27, 2024
Homeরাজনীতিখালি মাঠে গোল দেওয়ার চর্চা বিএনপির জন্মলগ্ন থেকে : কাদের

খালি মাঠে গোল দেওয়ার চর্চা বিএনপির জন্মলগ্ন থেকে : কাদের

নবদূত রিপোর্ট:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ ফেব্রুয়ারির খালি মাঠে নির্বাচনের কথা বিএনপি ভুলে গেলেও জনগণ এখনও ভোলেনি। খালি মাঠে গোল দেওয়ার চর্চা বিএনপির জন্মলগ্ন থেকে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার কখনও খালি মাঠে গোল দিতে চায় না। সরকার সবসময় চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, আর খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয়। কিন্তু বিএনপিই জন্মলগ্ন থেকে এ চর্চা করে আসছে।

বিএনপি কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে বলে হুশিয়ারি দেন সেতুমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular