Saturday, December 28, 2024
Homeরাজনীতিরওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নবদূত রিপোর্টঃ

বেগম রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে জানান জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সেসময় তিনি, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচ-এ চিকিৎসাধীন।  তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে। তবে তিনি নিস্তেজ অবস্থায় আছেন। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।

তাকে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই বলে জানান গোলাম মোহাম্মদ কাদের।

RELATED ARTICLES

Most Popular