Thursday, January 23, 2025
Homeআন্তর্জাতিকগরিব দেশগুলোর সঙ্গে ভ্যাকসিন ভাগাভাগির আহ্বান: জোকো উইদোদো

গরিব দেশগুলোর সঙ্গে ভ্যাকসিন ভাগাভাগির আহ্বান: জোকো উইদোদো

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো এক সাক্ষাৎকারে বলেন, এমন হওয়া উচিত না যে, কিছু দেশ সব ভ্যাকসিন পাবে আর বাকি দেশগুলো অনেক কম পাবে।

গরিব দেশগুলোর সঙ্গে ভ্যাকসিন ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

ইন্দোনেশিয়া কোভিড মহামারিতে ভয়াবহভাবে আক্রান্ত দেশগুলোর একটি। বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোর জন্য মহামারিকালে ভ্যাকসিনের ন্যায্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য প্রেসিডেন্ট উইদোদো বেশ জনপ্রিয়।

জি-২০ এবং কপ-২৬ সম্মেলনে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে যোগদানের পূর্বে তিনি এসব কথা জানান।

RELATED ARTICLES

Most Popular