Tuesday, December 24, 2024
Homeরাজনীতিমিলাদ মাহফিল থেকে বিএনপির ২০ নেতাকর্মী আটকের অভিযোগ

মিলাদ মাহফিল থেকে বিএনপির ২০ নেতাকর্মী আটকের অভিযোগ

নবদূত রিপোর্ট:

রাজধানীর তেজগাঁও এলাকার একটি বাসায় অনুষ্ঠিত মিলাদ মাহফিল থেকে বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক এ দাবি করেন।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে তেজগাঁও এলাকার নাখালপাড়ার নিখোঁজ বিএনপির নেতা সুমনের বাসায় মিলাদ মাহফিল করতে এবং তার অসুস্থ মাকে দেখতে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য বাসা ঘেরাও করে রাখে।

তখন তাকে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মীকে বাসার মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। পরে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেনসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

বিএনপির নেতাকর্মীদের আটকের ঘটনায় গুলশান বিএনপির চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

RELATED ARTICLES

Most Popular