Tuesday, January 28, 2025

হেমন্তি

বিলাল মাহিনী

বাঁকা সূর্যের বিকেলে
সবুজ হলুদের আঁচলে
ঢেউ তোলে পড়ন্ত হাওয়া
মহুয়া বনের মাঝে ফিনকি দেয় লালচে রোদ্দুর
বাঁক ফেরা নদীর চরে কিশোরদের উন্মাতাল দোল
মাঝে মাঝে ভেসে যায় বেদে নৌকার বহর
সকালের রৌদ্রাঙ্কিত মরমি পরশ
শান বাঁধানো ঘাটে কুয়াশার শিশির ঝরে পড়ে রূপালি রঙে
ভোরের নির্জন ব্যালকনিতে পড়ে থাকে শুভ্র ফুলের রাশ!

ভর দুপুরে বাতাসে ভাসে কার্তিকের ধুলো আর-
কাঁঠালচাপার গন্ধ; ঘুঘু ডাকা নিঝুম বৈকাল
সন্ধ্যায় ঘন কালো একখণ্ড মেঘ ভাসে দূরের আকাশে
খসে পড়ে দু’চারটে তারকা।

সকালের শিশির আর বিকেলে ধুলোডোবা পথে
রাখাল চাষির গরু-ছাগলের পাল ছোটে গোয়ালের পানে
সকালের ক্যানভাসে ফুটে ওঠে মায়াবী মুগ্ধতা;
চাঁদের সোনরঙ মাখা ঘন গাঢ় কিরণ রাঙায় নিসর্গকে।
জ্যোছনা ভেজা হেমন্তের জলদ বাতাসে রমনীর প্রেমলীলায় ভরে ওঠে মন।

বিলাল মাহিনী
০১-১১-২১

RELATED ARTICLES

Most Popular