Sunday, February 23, 2025
Homeলাইফস্টাইলধনেপাতায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়ামসহ উপকারী খনিজ

ধনেপাতায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়ামসহ উপকারী খনিজ

লাইফস্টাইল ডেস্কঃ

দাঁত ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদান। ধনেপাতা দাঁতের ফাঁকে ব্যাকটেরিয়াকে বাসা বাঁধতে বাধা দেয়। ফলে সুস্থ থাকে দাঁত ও মাড়ি।

ধনেপাতায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা ও ম্যাগনেশিয়ামের মতো বেশ কয়েকটি উপকারী খনিজ।

ধনেপাতা শুধু রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগে না, একাধিক স্বাস্থ্য সমস্যা দূর করতেও ধনে পাতা অনেকটা গুরুত্বপূর্ণ।


লিভার বা যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদান। নিয়মিত নির্দিষ্ট পরিমাণে ধনেপাতা খেতে পারলে লিভারের একাধিক সমস্যা থেকে দূরে থাকা যায়।

এমন আরও নানা গুনগুন রয়েছে ধনেপাতায়।

RELATED ARTICLES

Most Popular