Monday, December 23, 2024
Homeআদালতহাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩০ নভেম্বর

হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩০ নভেম্বর

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুর রহমান এ আদেশ দেন।

গতকাল একই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন হাসান আল মামুন। শুনানি শেষে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

RELATED ARTICLES

Most Popular