Thursday, December 26, 2024
Homeঅপরাধরামপাল থানা পুলিশের অভিযানে ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রামপাল থানা পুলিশের অভিযানে ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃআবুহাসান। বাগেরহাট জেলা প্রতিনিধি।

রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব এস, এম, আশরাফুল আলম এর নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত)/ রাধেশ্যাম সরকার এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ দীনেশ ঘোষ ও এসআই (নিঃ)/ মোঃ জাহিদুল ইসলাম সহ রামপাল পুলিশের চৌকস টীমের পৃথক অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

এসময়ে ধৃত আসামী ১. মোঃ সজীব শেখ (২২), পিতা-হিরুজ কবির হিরু, মাতা-নিলুফা বেগম , গ্রাম- রনসেন, থানা- রামপাল, জেলা -বাগেরহাট, বাংলাদেশ ২. মোঃ সাইফুল ইসলাম(৩৫), পিতা-আব্দুল মান্নান শেখ, মাতা-রহিমা বেগম , গ্রাম- মানিকনগর, থানা- রামপাল, জেলা -বাগেরহাট দ্বয়ের নিকট হতে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল এবং ধৃত আসামী ১. আছাদুল মোড়ল আসাদ(৩৬), পিতা- মৃত নূর মোহম্মদ মোড়ল, মাতা- জুলেখা বেগম, গ্রাম- হুড়কা (মধ্যপাড়া), থানা- রামপাল, জেলা -বাগেরহাট এর নিকট হতে ৫০ গ্রাঁম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা।

এই সংক্রান্তে রামপাল থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular