Monday, December 23, 2024
Homeখেলাপাকিস্তানের জয় উদযাপন করে কারাগারে ভারতীয় মুসলিম নারী

পাকিস্তানের জয় উদযাপন করে কারাগারে ভারতীয় মুসলিম নারী

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ১৩ বারের দেখায় প্রথমবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। গত ২৪ অক্টোবর দুবাইয়ে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা

ভারতে বসে পাকিস্তানের জয় উদযাপন করে বিপাকে পড়েছেন ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরের স্কুলশিক্ষিকা নাফিসা আতারি। তাকে ইতিমধ্যে কারাদণ্ডও দেওয়া হয়েছে। হারিয়েছেন চাকরিও।

সেই মুসলিম নারী নাফিসা হোয়াটসঅ্যাপে লেখেন- আমরা জিতে গেছি। সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের ছবি পোস্ট করেন তিনি। তার এই পোস্ট এক ছাত্রের অভিভাবকের নজরে আসে। সেই অভিভাবক নাফিসার পোস্ট ভাইরাল করে দিলে জেনে যায় স্থানীয় পুলিশ। পরে স্কুলশিক্ষিকা নাফিসাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

অম্বা মাতা থানার পুলিশ কর্মকর্তা নরপত সিং গণমাধ্যমকে জানিয়েছেন, নাফিসাকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ বি (জাতীয় সংহতিবিরোধী) ধারায় অভিযুক্ত করা হয়েছে। তাকে আদালতে তোলা হলে কারাদণ্ড দেওয়া হয়

RELATED ARTICLES

Most Popular