Wednesday, January 22, 2025
Homeরাজনীতিআওয়ামী লীগে জাতীয় পার্টি আছে থাকবে : রাঙ্গা

আওয়ামী লীগে জাতীয় পার্টি আছে থাকবে : রাঙ্গা

নবদূত রিপোর্ট:

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি আছে ও থাকবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা

তিনি বলেন, ১৯৮৬ সালে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে নির্বাচনে এসেছিল। আর জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোট করে আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সঙ্গে জাতীয় পার্টির কয়েকজন মন্ত্রী ছিলাম। এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি।

গঙ্গাচড়া ইউপি নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, এবার আমরা বিরোধী দলে আছি। রাজনৈতিক কারণে বিরোধী দল হিসাবে বিরোধিতা করতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ব্রিজসহ নানা উন্নয়ন কাজে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। যা চেয়েছি সব দিয়েছেন উন্নয়নের জন্য।

RELATED ARTICLES

Most Popular