Monday, December 23, 2024
Homeআদালত'মেঘদল’ ব্যান্ডের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

‘মেঘদল’ ব্যান্ডের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

নবদূত রিপোর্ট:

গানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘মেঘদল’ এমন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ইমরুল হাসান।

গত ২৮ অক্টোবর মামলাটি করেছেন তিনি। আসামি করা হয়েছিল ‘মেঘদল’ ব্যান্ডের সাত সদস্যকে। তবে সে মামলাটি প্রত্যাহার করেছেন তিনি।

গত ২ নভেম্বর মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম সেই আবেদন গ্রহণ করে প্রত্যাহারের আদেশ দেন।

তবে কেন মামলাটি প্রত্যাহার করেছেন সেটি জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular