আন্তর্জাতিক ডেস্কঃ
মহামারি ছড়িয়ে পড়ার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলোসহ ৩০টি দেশের অমার্কিন নাগিরকরা সেই বিধিনিষেধের আওতায় পড়েছিলেন।
শুরুতে চীনা ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। পরে অন্যান্য দেশকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
করোনার টিকার ২ ডোজ নেওয়া বিদেশি ভ্রমণকারীদের জন্য থাকছে সুখবর। সীমান্ত ফের খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ২০ মাসের নিষেধাজ্ঞার পর আজ সোমবার এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
এবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভ্রমণকারীদের ঢল নামবে বলে আশা করছে এয়ারলাইনসগুলো।