Saturday, April 26, 2025

অধরা অনল


বিলাল মাহিনী

মৃত ঘাসের বিবর্ণ দেহ ছড়িয়ে পড়েছে মাঠে,
গোধূলি ছুঁয়েছে আকাশ
কিঞ্চিৎ আলোটুকুও নিভু নিভু,
দূরের মহাকাশে ছায়াপথের সরু রেখা,
অনুজ্জ্বল জ্বলছে শুকতারাটাও।

চন্দ্রকাল অদৃশ্য রাতের আঁধারে,
অশান্ত বিবেক রুক্ষ ধমনি,
শান্ত শিশিরে মৃত্যুর চঞ্চলতা
অস্থির আযাযিল!
বোবা কান্নার মতো খসে পড়ছে তারারা।

সবুজ পুড়িয়ে যায় অধরা অনল,
স্বপ্ন সাধ ফিকে হয় ঘুমন্ত প্রাণের,
ছাউনির ফাঁক দিয়ে উড়ে যায় রোদের ভেলা,
হেমন্ত হারায় রঙিন পুষ্পমালা,
সবুজ পাখিরা উড়ে যায়_ বিপন্ন ঊরুর ভাঁজ খুলে।

চারিদিকে নিরবতা_
মৌন তারারা বিকট শব্দে ফেটে পড়ে বুঝি বুকের বত্রিশ ছিদ্র ভেদ করে!

RELATED ARTICLES

Most Popular