Wednesday, January 22, 2025
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন

যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন

যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এর আগে এটি যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে এক ব্যক্তির দেহে করোনার এই নতুন ধরন শনাক্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। শনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। তাঁর বয়স প্রায় ২০। তাঁর সাম্প্রতিক ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনার নতুন ধরন আগের ধরনের তুলনায় দ্রুত ও বেশি ছড়ায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের ছড়ানোর ক্ষমতা ৭০ শতাংশ বেশি।

কলোরাডো অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা এখন এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। একই সাথে এরকম আরো রোগী আছে কিনা, তাও খুঁজে দেখছেন।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় দুই কোটি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার দুটি টিকা দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular