বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রে বসছে গণতন্ত্র সম্মেলন।এতে যোগ দেবেন বিশ্ব নেতারা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক পলিটিকাল জার্নাল পলিটেকো মার্কিন প্রেসিডন্ট জো বাইডেনের আমন্ত্রণের জন্য বিবেচিত শতাধিক দেশের বা সরকারের নামের একটি তালিকা প্রকাশ করেছে।
ঐ তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়া অঞ্চলের ভারত,মালদ্বীপ,নেপাল ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও নেই বাংলাদেশ।
জো বাইডেন গত বছর নির্বাচনী প্রচারণার সময় অঙ্গীকার করেন প্রেসিডন্ট নির্বাচিত হলে তিনি প্রথম বছরই বিশ্বে গণতন্ত্রকে উৎসাহিত করতে গণতন্ত্রমনা দেশগুলোকে নিয়ে সম্মেলন করবেন।সে অনুযায়ী আগামী ৯ ও ১০ ডিসেম্বর বাইডেনের উদ্যোগে গণতন্ত্র সম্মেলন হওয়ার কথা রয়েছে।সম্মেলনটি ভার্চুয়ালী অনুষ্টিত হবে।
বার্তা সংস্হা রয়টার্স জানায়,বিশ্ব জুড়ে গণতন্ত্র ও স্বাধীনতা থেকে বিচ্যুতি ঠেকাতে প্রেসিডন্ট বাইডেন সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।