বিনোদন প্রতিবেদক
গান দিয়ে ক্যারিয়ার শুরু করেন উদীয়মান সঙ্গীতশিল্পী তানিশা খান। এক দশকের বেশি সময় সঙ্গীতাঙ্গনে কাজ করছেন তিনি। একক ও যৌথ ভাবে একাধিক মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ করেন। টেলিভিশন অনুষ্ঠান ও কনসার্টেও নিয়মিত রয়েছেন তিনি। সঙ্গীতে তার সফলতা থাকলেও ভিন্ন পরিচয়েও নিজের দক্ষতা দেখিয়েছেন এ সঙ্গীতশিল্পী। গান গাওয়া ও গান শেখানোর পাশাপাশি ক্ষুদ্র শিল্প নিয়েও কাজ করে আসছেন তিনি। চকো বি নামে একটি চকলেটের অনলাইন বিজনেস শুরু করেন তিনি। জন্মদিন, বিবাহ বার্ষিকীসহ নানা দিবস উপলক্ষেও অনলাইন মাধ্যমে চকলেট বিক্রি করে আসছেন কয়েক বছর ধরে। তিনি গানের পাশাপাশি এ ব্যবসায় সফলতার সন্ধান পেয়েছেন। তার সলতায় মুগ্ধ হয়ে “নিজের আলোয় আলোকিত” এই স্লোগানকে হৃদয়ে ধারন করে men & e-commerce Forum (ME) তানিশা খানকে সফল উদ্যাক্তার সম্মাননা দেন। ১০ নভেম্বর(বুধবার) ২০২১ রাজধানীর একটি মিলনায়তনে “নিজের আলোয় আলোকিত” এই স্লোগানকে হৃদয়ে ধারন করে men & e-commerce Forum (ME) এর এক বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি Get together এর আয়োজন করেন, সেখানে একজন সফল উদ্যোক্তা হিসাবেই তানিশা খানকে সম্মাননা প্রদান করা হয়। এ প্রসঙ্গে তানিশা খান বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। আমার খুব আনন্দে লাগছে যে আমাকে সফল উদ্যাক্তা হিসেবে সম্মাননা দেয়া হয়েছে। সে জন্য men & e-commerce Forum (ME) ও এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড মুহিব আহমেদ শাহিন ভাইকে ধন্যবাদ জানাই। এ সম্মাননা আমার অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। চকো বি অনলাইন বিজনেসের পাশাপাশি মেয়েদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও কাঁথার বিজনেসটিও শুরু করবো। এরই মধ্যে প্রস্তুতি চূড়ান্ত। আশা করি আমার ক্ষুদ্র বিজনেস দিয়ে আরও এগিয়ে যাবো। তবে আমি গান ছাড়বো না। গানের পাশাপাশি আমার ক্ষুদ্র বিজনেসও চালিয়ে যাবো।’ এদিকে নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশেরও ঘোষনা দিয়েছেন তিনি। নতুন বছর উপলক্ষে একাধিক গানের ভিডিও প্রকাশ করবেন এ সঙ্গীতশিল্পী।