Monday, December 23, 2024

ভুল খুঁয়ে


বিলাল মাহিনী

তোমার জন্য ফুল কুড়িয়ে গেলাম
বিনিময়ে কাঁটার খোঁচা পেলাম
তোমার হাসির মুক্ত নিলাম তুলে
ভালোবাসায় ডুবলাম খানিক ভুলে!

ভুল করে তুমিও তখন_
বললে ‘ভালোবাসি’
আজও তুমি হাসো কি অমন হাসি?

ভুলের ছলে একটুখানি
দিলেম যখন ছুঁয়ে,
তোমার কেশের সুবাস মাখা ফুলে
স্বপ্ন ঘোরে ফুলটা গেলো খুঁয়ে!

একটুখানি ডুবলে যুগল ঠোঁট,
বলতে তুমি ‘খুব হয়েছে’_
‘এবার তবে ওঠ’!

তোমার লাগি জমলো খানিক মায়া
বুকের ভিতর ধুসর মেঘের ছায়া
বলতে তুমি‘খুব খুব তোমায় চাই’ আসলে কি ছিলো খুকি
সবটা অযথাই?

তোমার লাগি ভীষণ কান্না পেলে
দাঁড়াই যদি সবটা তবু ফেলে
ভিখারি বেশে প্রতীক্ষায় তোমার রই
বলবে কি সই_ ‘আমি তোমার নই’!

ক্যামনে বলো চলবে আমার দিন
বাজাও যদি অসীম দুঃখের বীণ।

RELATED ARTICLES

Most Popular