Tuesday, January 28, 2025

তুমিতে…


বিলাল মাহিনী

‘তুমি’তে কেনো পাও এতো ভয়?
‘তুমি’র মাঝেই লুকিয়ে আছে
শত কোটি জয়।
তুমি শত শান্তি জোগায়
‘তুমি’তে যত আশা
তুমি বিহীন পৃথিবীতে
শুন্য ভালোবাসা।

‘তুমি’তে মায়ে স্নেহ বুলায়
বাবা ভালোবাসে
তুমি করে ডাকলে আপি
এসে বসে পাশে।

পৃথিবীর কোন ভাষাতে আছে
তুই তুমি আপনি?
বাংলা উর্দু হিন্দিতে আছে
এইটা আমি জানি।

তুমিতে কেনো ভয় পাও তুমি
তুমি থাকে বুকে,
তুমি করে বলে দেখো
থাকবে তুমি সুখে।

হাতে হাত নয় চোখে চোখ নয়
নয় শরীরের খুব কাছাকাছি আসা,
মানুষের সাথে মানুষের
মিষ্টি কথার নামই ভালোবাসা।

এসো সাথী তুমি_’তুমি’তে এসো
‘তুই’তে আরও খুশি!
চেয়ে দেখো তুমি, তুমি তুমি রবে
ডাকছে বাড়ির পুশি।

১৫-১১-২১

RELATED ARTICLES

Most Popular