Thursday, February 27, 2025
Homeআন্তর্জাতিক১৫ মিলিয়ন লোকের জন্য বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত: রবার্তো স্পেরানজা

১৫ মিলিয়ন লোকের জন্য বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত: রবার্তো স্পেরানজা

আন্তর্জাতিক ডেস্কঃ

সরকার আরও ১৫ মিলিয়ন লোকের জন্য বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান রবার্তো স্পেরানজা। সে হিসেবে টিকা পাওয়ার জন্য বিবেচ্য হবে চল্লিশোর্ধ্বরা।


ইউরোপের চারপাশে ক্রমবর্ধমান সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির হার নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা। ইতালীয় গণমাধ্যমকে তিনি জানান, আমাদের ভ্যাকসিন প্রচারের জন্য যথাসম্ভব কৌশলগতভাবে যতটা সম্ভব বুস্টার ডোজ গুলো পরিচালনা করা হবে। এখানে ব্যক্তি ও শারীরিকভাবে সক্ষমতার বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

তাছাড়াও ৬০ বছরের বেশি, রোগ প্রতিরোধহীন ও শারীরিকভাবে দুর্বল, স্বাস্থ্যকর্মী, এবং কেয়ার হোমের বাসিন্দারা এবং যারা এক ডোজ জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়েছেন তার বুস্টার ডোজ পাওয়ার তালিকায় রয়েছেন।

আগামী ১ ডিসেম্বর থেকে ইতালিজুড়ে বুস্টার বা তৃতীয় ডোজের টিকা কার্যক্রম শুরু করবে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, চল্লিশোর্ধ্ব নাগরিকরা এ ডোজ নিতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular