বানিজ্য ডেস্কঃ
বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। গত ৪ দিনে তেলের দাম চার ডলার কমে বর্তমানে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ৮০.৬৯ ডলারে।
নভেম্বর মাসের ১০ তারিখ থেকে তেলের দাম কমতে শুরু করেছে। গতকাল রবিবার ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৮০.৬৯ ডলার।
ইউএস ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার বাড়ানোর পরিকল্পনা করেছে। আর এ খবরে গত সপ্তাহের উত্তাল জ্বালানি তেলের বাজার নিম্নমুখী হয়েছে।
করোনাকালে তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য ডলারের নিচে নেমে গেলেও পরিস্থিতি স্বভাবিকের সাথে সাথে হু হু করে বাড়তে শুরু করে তেলের দাম। অক্টোবরের শেষে তেলের দাম এসে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৫ ডলারে যা ছিল ৭ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।