নবদূত রিপোর্টঃ
সরকারি ঋণ বিল-২০২১ জাতীয় সংসদে উত্থাপন করা হয় আজ। উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
তবে নতুন আইন করতে বিল তোলা হয়েছে সংসদে। সেখানে বলা হয় মিথ্যা তথ্য দিয়ে জাতীয় সঞ্চয়পত্র কেনায় সর্বোচ্চ ৬ মাসের জেল এবং ১ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন করা হয়।
বিলে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি নিজের বা কারও পক্ষে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যু করা সার্টিফিকেটের স্বত্ব অর্জনের জন্য মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ৬ মাসের জেল বা সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা হবে।
প্রচলিত যে আইনটি আছে তাতে কোনো জরিমানা সুনির্দিষ্ট করা ছিল না। তাই এ সংক্রান্ত আইনটি বাতিল করে নতুন করে প্রণয়নের জন্য তা বিল আকারে সংসদে তোলা হয়।