Tuesday, December 24, 2024
Homeজাতীয়মধ্যরাত থেকে রেড অ্যালার্ট চাদরে সারা দেশ

মধ্যরাত থেকে রেড অ্যালার্ট চাদরে সারা দেশ

নবদূত রিপোর্টঃ

মধ্যরাত থেকে রেড অ্যালার্ট সতর্কতা জারি করা হয় সারাদেশে বলে জানা যায়। রাজধানীসহ সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ঘিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন তাও বাতিল করা হয়েছে বলে জানা যায়। তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে চলমান পরিস্থিতিতে দেশব্যাপী এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে রেড অ্যালার্ট চাদরে ঢেকে যায় সারা দেশ।

RELATED ARTICLES

Most Popular