আন্তর্জাতিক ডেস্কঃ
পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর তীব্র আপত্তি সত্ত্বেও অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইসরাইল।
৩ হাজারের বেশি ইহুদি পরিবারকে অধিকৃত পশ্চীম তীরে স্থানান্তরের অনুমতি দিয়েছে নাফতালি বেনেট সরকার। এরইমধ্যে পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন ইউরোপীয় ইউনিয়নের দেশসহ বিভিন্ন দেশের জাতিসংঘ দূত।
ইসরাইল-ফিলিস্তিন সঙ্কট মোকাবিলায় দ্বিরাষ্ট্র নীতির ওপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী অঞ্চলটিতে বসতি নির্মাণ অবৈধ।