Tuesday, December 24, 2024
Homeজাতীয়এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল যাত্রীর মৃত্যু

এবার উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল যাত্রীর মৃত্যু

নবদূত রিপোর্ট:

রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক যাত্রী মারা গেছেন। নিহতের নাম আহসান কবির খান (৪৫)।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

এর আগে, বুধবার ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের। এ ঘটনায় কাল থেকে এখন পর্যন্ত নগরজুড়ে চলছে বিক্ষোভ।

RELATED ARTICLES

Most Popular