Thursday, December 26, 2024
Homeজাতীয়খালেদার জন্য দোয়া চাইলেন ভাসানীর মেয়ে

খালেদার জন্য দোয়া চাইলেন ভাসানীর মেয়ে

নবদূত রিপোর্ট:

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখার পর তিনি দোয়া চান।

সকাল সাড়ে ১০টায় ভাসানীর পরিবারের ৫ সদস্যের একটি দল বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত করতে হাসপাতালে যান। ৩০ মিনিটের মতো তারা হাসপাতালে অবস্থান করেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ভাসানীর পরিবারের পক্ষ থেকে তার ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার জোর দাবি জানাই।

RELATED ARTICLES

Most Popular