প্রবাসীদের বহুল কাঙ্খিত ১০ টি দাবি তুলেছেন বিশ্বের ৪২ টি দেশে প্রবাসীদের সার্থে কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। ২৬ নভেম্বর বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে ১০ দফা দাবি সম্বলিত লিফলেট প্রবাসীদের মাঝে বিতরণ করা হয়। কুয়েতের আল ফরওয়ানিয়া জেলার আব্বাসিয়া পার্কে বিকেলে এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রবাসীদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন সংগঠনটির কুয়েত শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। তিনি সকল প্রবাসীদের উদ্দেশ্যে ১০ দফা দাবি অনাদায়ে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। উল্লেখ প্রবাসীদের প্রতিনিধিত্ব কারী সংগঠন ইতোমধ্যে প্রবাসীদের নানাদিক বিবেচনা করে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেছেন।
দাবিগুলো পর্যায়ক্রেমে
১/প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশী নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে।
২/ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই।
৩/ বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই।
৪। প্রবাসীদের জন্য সময়োপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই।
৫। পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।
৬। প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই।
৭। জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ চাই।
৮। বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই।
৯। বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যান উইং চাই।
১০। অভিবাসন ব্যায় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরত দের কর্মসংস্থান, সুদ মুক্ত পর্যাপ্ত ঋণ চাই।
এই ১০ দফা দাবি আদায়ে সরকার সহ রাষ্ট্রের জোরালো ভূমিকা চান কুয়েত প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সহ আরও অনেকে।