আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার যে কোনো হামলার পাল্টা জবাব দিতে ইউক্রেনীয় সেনারা প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। দিন দিন ইউক্রেন সীমান্তে রুশ সেনা সদস্য বাড়তে থাকায় দেশ ২টির মধ্যে উত্তেজনা বাড়ছে।
চলতি মাসের প্রথম দিকে ইউক্রেন দাবি করেছিল যে, তার দেশের সীমান্তের কাছে রাশিয়া প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে।
এটি পরিষ্কার যে, রাশিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করে তাহলে মস্কোকে তার জন্য চরম মূল্য দিতে হবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্টলটেনবার্গ।
জানা যায়, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সেনারা ট্যাংক, ড্রোন ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সামগ্রী নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে যা বড় ধরনের উদ্বেগের কারণ।