Monday, December 23, 2024
Homeসারাদেশতৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুরে

তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুরে

নবদূত রিপোর্টঃ

আগামীকাল মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এর মধ্যে ঝাউদি ইউনিয়নে শুধুমাত্র ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

আজ শনিবার  দুপুরের দিকে সদর উপজেলা চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে সরঞ্জামাদি বুঝিয়ে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরে কড়া নিরাপত্তায় পুলিশের সহায়তা মালামাল পৌঁছে দেওয়া হয়।

এদিকে, ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৭১ জন, সাধারণ সদস্য পদে ৩৫৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থীর সংখ্যা ১২৭ জন।

সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

RELATED ARTICLES

Most Popular