Friday, November 15, 2024
Homeজাতীয়নিরাপদ সড়কের দাবিতে সড়কে আজও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে সড়কে আজও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

নবদূত রিপোর্টঃ

ধানমন্ডির রাপা প্লাজাসহ বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে সারা দেশে বিআরটিসির বাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।


গত শুক্রবার এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের হাফ পাস ভাড়ার।

আগামী ১ ডিসেম্বর থেকেই ঢাকা শহরের মধ্যে হাফ পাশ সিদ্ধান্ত কার্যকর হবে। হাফ পাসের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

RELATED ARTICLES

Most Popular