ভারতের কর্ণাটকে আজ বৃহস্পতিবার ২ জনের দেহে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটিতে ওমিক্রন শনাক্তের ঘটনা এটিই প্রথম।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কর্নাটকে দুজন শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনন করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেন, ইন্ডিয়ান সার্স-কোভ-২ জেনোমিক্স কনসর্টিয়ামে জেনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে কর্নাটকে দুজন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তারা কোন দেশ থেকে এসেছেন, তা জানানো হয়নি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, ব্যক্তিগত গোপনীয়তার কারণে শনাক্ত দুজনের তথ্য জানানো হচ্ছে না। তবে যারা ওই দুজনের সংস্পর্শে এসেছেন, তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বুধবার এক বিবৃতিতে বলেন, ওমিক্রন কতটা সংক্রামক তা কয়েকদিনের মধ্যে হয়তো জানা সম্ভব হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন করোনাভাইরাস শনাক্তের খবর পৌঁছায়। এরপর নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে। এর জেরে অনেক দেশ সীমান্ত বন্ধসহ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
এমএসএম/টিটিএন/জিকেএস