Saturday, September 21, 2024
Homeসারাদেশদীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস

দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস

নবদূত রিপোর্টঃ

করোনা সংক্রমণ বৃদ্ধির পর থেকে বন্ধ ছিল বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। দীর্ঘ সময় পর ফের চালু হয়েছে বেনাপোল-ঢাকা আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন।

আজ বৃহস্পতিবার ১৮৮ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। পুরাতন রেল বগি এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ছাড়াই দীর্ঘ সময় পর চালু হলো কাঙ্খিত এ ট্রেন। ট্রেনের বগির মান এবং যাত্রী সেবা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে বেনাপোলের বাসিন্দারা।

বেনাপোল রেলওয়ে স্টেশন সেকেন্ড মাস্টার পারভিনা খাতুন জানান, সরকারের নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে প্রায় ৮ মাস ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বন্ধ ছিল। তবে করোনা সংক্রমণের হার কমায় আজ থেকে পুনরায় সচল হয়েছে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি।

এর আগে ২০২০ সালের ১৭ জুলাই ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে একটি ট্রেনের উদ্বোধন করেন।

RELATED ARTICLES

Most Popular