Tuesday, January 28, 2025
Homeরাজনীতিপ্রধানমন্ত্রী নিজেকেই আইন ম‌নে ক‌রেন : রিজভী

প্রধানমন্ত্রী নিজেকেই আইন ম‌নে ক‌রেন : রিজভী

নবদূত রিপোর্ট:

বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাসচিব রুহুল ক‌বির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী নিজেকেই আইন ম‌নে ক‌রেন। তিনি যা বলছেন তাই আইন। তিনি চাইলে যত বড় নেতা হোক না কেন তাকে শাস্তি পেতে হবে। যদি সে ভালো মানুষও হয়, তারপরও প্রধানমন্ত্রী চাইলে তাকে শাস্তি পে‌তে হবে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী সম্রাটের মতো, সুলতানার মতো দেশ চালাচ্ছেন। আর তার মন্ত্রীরা আমিরের মতো চ‌লেন। প্রধানমন্ত্রী যা বলেন, তার আমির-উমরারা একই বুলি আওড়াতে থাকেন। তি‌নি যতটুকু ব‌লেন, তার মন্ত্রীরা আরও বা‌ড়ি‌য়ে ব‌লেন।

RELATED ARTICLES

Most Popular