Wednesday, December 25, 2024
Homeসাহিত্যকবিতাবিজয়ের ডিসেম্বর

বিজয়ের ডিসেম্বর


বিলাল মাহিনী

ডিসেম্বরের ষোল তারিখ
বাংলার বিজয় দিবস,
ডিসেম্বর হলো নয় মাসের
রক্তের ইতিহাস।

বিজয়ের মাসে আমরা পেলাম
নতুন পতাকা ও দেশ,
ডিসেম্বরে মুক্তি এলো
হলো হানাদারের অত্যাচারের শেষ।

ডিসেম্বর দিলো স্বাধিকার
হলো রক্তক্ষয়ের অবসান,
ডিসেম্বর দিলো বাংলাদেশ
একটি নতুন দেশের নাম।

ডিসেম্বর হলো শহীদের-
রক্তে গড়া বাংলাদেশ,
ডিসেম্বরেই বিজয় পেলাম
পাক শাসনের সময় শেষ।

বিজয়ের পঞ্চাশে এসো
কাঁধে রেখে কাঁধ
দেশটাকে গড়বো চলো
ভাঙ্গবো শত বাধ।

০৫-১২-২১

RELATED ARTICLES

Most Popular