Monday, December 23, 2024
Homeআবহাওয়াদিনভর দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়

দিনভর দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়

আবহাওয়া ডেস্কঃ

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিলেও, বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশ। আজ রোববার দিনভর দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। রাজধানীতে থেমে থেমে বৃষ্টির পাশাপাশি বয়ে যায় হিমেল হাওয়া। এতে কর্মব্যস্ত মানুষ পড়েন বিপাকে।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকাসহ দেশের উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সড়কেও অন্য দিনের চেয়ে বেশি যানজটে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। আবহাওয়া অফিস বলছে, আগামীকাল সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে।

হঠাৎ বৃষ্টির কারণে অনেকেরই ছাতা না থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular