Friday, December 27, 2024
Homeজাতীয়ঢাবিতে তথ্য প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতার মালা পরালো ছাত্রদল

ঢাবিতে তথ্য প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতার মালা পরালো ছাত্রদল

নবদূত রিপোর্ট:

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে ‘বেফাঁস’ মন্তব্যে করায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়েছে ছাত্রদলের কয়েকজন নেতা।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকা স্থাপন করে তাতে জুতার মালা পরান তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মানসুরা আলম, কানেতা ইয়া লাম লাম এবং বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক তথ্য প্রতিমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতার মালা পরান।

এ বিষয়ে মানসুরা আলম বলেন, একজন অসভ্য ও বিকৃত মানসিকতার অমানুষ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থাকতে পারে না। ব্যারিস্টার জাইমা রহমানের মত সম্মানিত নারী ও ঢাকা বিশ্বাবিদ্যালয় ছাত্রলীগের নারী নেত্রীদের নিয়ে তার মন্তব্য তার অসুস্থ মানসিকতারই বহি:প্রকাশ।

তিনি আরো বলেন, তাকে শুধু মন্ত্রীপরিষদ থেকে বহিষ্কার নয়, আইনের আওতায় এনে শাস্তিও দিতে হবে। এটা আমাদের দাবি।

RELATED ARTICLES

Most Popular