নবদূত রিপোর্টঃ
৭ হাজার ৪৪৭ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘনা ও পদ্মা নামে ২টি বিভাগ করতে আবারও ইচ্ছা প্রকাশ করেছেন। একইসাথে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রেখে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা দেন।
আজ মঙ্গলবার সকালে শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।