নবদূত রিপোর্ট:
অবশেষে দুই বছর তিন মাস পর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে খুশি আবরারের পরিবার। তবে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন আবরারের মা-বাবা।
আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা মামলায় সব আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি আশা করেছিলাম। কিন্তু আদালত ২০ জনের ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন দিয়েছেন।
আইনের ওপর শ্রদ্ধা রেখে রায়ে আমরা খুশি হয়েছি। তবে দ্রুত তাদের রায় কার্যকর করা হলে পুরোপুরি খুশি হবো।