Thursday, January 23, 2025
Homeরাজনীতিবুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

নবদূত রিপোর্ট:

বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুমন্ত্রী হাসপাতালের ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন

এদিকে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর ওবায়দুল কাদেরের শরীরে সামান্য জ্বর এসেছে। এ অবস্থায় তাকে রুটিন চেকআপের জন্য বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়, সেখানে তার রুটিন চেকআপ চলছে।

RELATED ARTICLES

Most Popular