নবদূত রিপোর্ট:
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন। তাদের মাথা অবনত করার দিন। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের দিন। আজকের দিনটি প্রতিটি বাঙালির কাছে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।
যে অস্ত্র দিয়ে বর্বর পাকবাহিনী দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্লানি মাথায় নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় হানাদাররা। সেই থেকে ১৬ ডিসেম্বর দিনটি বিজয় দিবস পালিত হয়ে আসছে।
এবারের বিজয় দিবস বিশেষ গুরুত্ব বহন করছে। বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ। মাথা উঁচু করে দাঁড়াবার ৫০ বছরে শত বাধা পেরিয়ে গৌরবের ৫০ বছরে পদার্পণ তাই বিশেষভাবে স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিয়েছে গোটা জাতি। বাঙালির এই গৌরবজ্জ্বল অর্জন বিজয় দিবসে তাই ভিন্নভাবে সেজেছে পুরো জাতি।