Tuesday, December 24, 2024
Homeজাতীয়সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

নবদূত রিপোর্টঃ

অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে তার মুঠোফোনে কল করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ফোনে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানান অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।


গণমাধ্যম সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় পাঁচ দশক ধরে দুই দেশের চলমান সুসম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী একমত পোষণ করেন।

RELATED ARTICLES

Most Popular