আবহাওয়া ডেস্কঃ
দেশে ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। রাতে ১° থেকে ২° সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দু’দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।
একেএম নাজমুল হক জানান, রোববার রাতে রংপুর ও রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। উত্তর অথবা উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
মঙ্গলবার রাত পর্যন্ত এই অবস্থা বিরাজ করতে পারে। বুধবার থেকে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।
আজ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।