Wednesday, January 22, 2025
Homeরাজধানীবাসের ধাক্কায় সড়কে ঝড়লো প্রাণ

বাসের ধাক্কায় সড়কে ঝড়লো প্রাণ

নবদূত রিপোর্টঃ

বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে অসীম পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা নারীসহ ৩ যাত্রী ও চালক গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চালককে মৃত ঘোষণা করা কয়।


পরে চিকিৎসাধীন যাত্রী ফাতেমা মারা যান। বাকি ২ জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে ভর্তি রয়েছে।


নিহতরা হলেন, চালক স্বপন এবং যাত্রী ফাতেমা আক্তার। আহতরা হলেন, ফাতেমার দুই ছেলে শাকিবুল আলম রাব্বি ও রাইসুল আলম শাকির।


আজ রবিবার এ দুর্ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular