Thursday, December 26, 2024
Homeজাতীয়আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৪০১ পুলিশ

আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৪০১ পুলিশ

নবদূত রিপোর্ট:

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৪০১ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ)।

পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে বলে জানা যায়।

আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে পুলিশ সপ্তাহের শেষদিন ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতদের এ পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

করোনা মহামারির কারণে চলতি বছর পুলিশ সপ্তাহ হয়নি। বছরের শুরুতে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানটির জন্য নানাভাবে চেষ্টা চালিয়েছিল পুলিশ সদরদপ্তর। পুলিশ সপ্তাহ না হওয়ায় পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আইজিপি ব্যাজ দেওয়া হয়নি এ বছর।

RELATED ARTICLES

Most Popular