খেলা ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২৯৮ রানের টার্গেটে খেলতে নেমে নেপালের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন গুলসান ঝা। বিবেক মাগার ৩৩, যাদব ২৬, অরজুন ১৫ ও দেভ খানাল ১২ রান করেন। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব, রাকিবুল হাসান, মেহরব ও নাইমুর রহমান প্রত্যেকেই দুটি করে উইকেট পান।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৪ ডিসেম্বর) নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে রাকিবুল হাসানরা। জবাবে ১৪৩ রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে ভর করে বিশাল সংগ্রহ পায় যুবা টাইগাররা। ১১২ বলে ১২৭ রান আসে তার ব্যাট থেকে। নাবিলের ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছয়ের মার।