Friday, November 15, 2024
Homeরাজনীতিখালেদা জিয়ার ইস্যুতে অস্থির হওয়ার কিছ্ নেই : আইনমন্ত্রী

খালেদা জিয়ার ইস্যুতে অস্থির হওয়ার কিছ্ নেই : আইনমন্ত্রী

খালেদা জিয়ার ইস্যু নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, বিএনপির ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। আমি বিষয়টি খতিয়ে দেখে আমার যে ব্যাখ্যা সেটি আপনারা শিগগিরই জানতে পারবেন। এটি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।

আজ ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহের হোসেন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫ তম বার্ষিক সম্মেলনে সাংবাদিককদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দেশে আইনের শাসন আছে কি না প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই সরকার ১৯৯৬ সালে ইমডেমনিটি আইন বাতিল করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। মানবতা বিরোধী অপরাধীদের বিচার করেছে। এর থেকে বড় আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ আর কোন সরকার নেয়নি।

তিনি আরো বলেন, কক্সবাজারের ঘঠনাটি শুনেছি। এই ঘটনার সুষ্ঠু বিচার হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, ঢাবি আইন অনুষদের ডীন ড. মো. রহমত উল্লাহ।

এছাড়াও সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিষ্টার সাজ্জাদ হোসেন এবং আহ্বায়ক হিসেবে মোল্লা মোহাম্মদ আবু কাউসার উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular