Friday, December 27, 2024
Homeঅপরাধচাঁদা না পেয়ে নারী পর্যটককে আটকে রেখে ধর্ষণ

চাঁদা না পেয়ে নারী পর্যটককে আটকে রেখে ধর্ষণ

নবদূত রিপোর্টঃ

গত ২২ ডিসেম্বর কক্সবাজারের পর্যটক নারীর পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করে আশিক ও সহযোগীরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে লাবনী বিচ তুলে নিয়ে যাওয়া হয় সেই নারীকে। নগরীর লাবনী বিচ এলাকায় একটি হোটেলে নিয়ে গিয়ে করা হয় ধর্ষণ। তারপরে মুক্তিপণ হিসেবে আবারো দাবি করা হয় ৫০ হাজার টাকা।

হেনস্তা, ছিনতাই, চাঁদাবাজি কিংবা জবরদখল, কোনো কিছুই বাদ দেননি কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে নারীকে ধর্ষণের মূল হোতা এই আশিকুল ইসলাম ওরফে টর্নেডো আশিক।


হয়ে উঠেছিলেন কক্সবাজারের ত্রাস, গড়ে তুলেছিলেন নিজস্ব এক সন্ত্রাসী বাহিনী। মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছে র‌্যাব।

RELATED ARTICLES

Most Popular