Wednesday, December 25, 2024
Homeআন্তর্জাতিকউত্তপ্ত কাশ্মীরে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান

উত্তপ্ত কাশ্মীরে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তপ্ত কাশ্মীরে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে জম্মু ও কাশ্মীরে সরকারের উদ্যোগে আয়োজিত আবাসন সম্মেলন নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

পুনরায় উত্তপ্ত হচ্ছে জম্মু ও কাশ্মীর। কুলগাম ও অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ জন  অস্ত্রধারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ জন পুলিশ।

সন্ত্রাসীরা গোপন আস্তানায় লুকিয়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয় বলে দাবি ভারতীয় বাহিনীর। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ১ পুলিশ সদস্য আহত হন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নওগামে অভিযানের পরপরই সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলগাম জেলার মিরহামা গ্রামে সার্চ অপারেশনে নামে নিরাপত্তা বাহিনী। এ সময় পাল্টা গুলি চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন অস্ত্রধারী হতাহত হন।

RELATED ARTICLES

Most Popular