Wednesday, December 25, 2024
Homeখেলামেসিসহ আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত: পিএসজি

মেসিসহ আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত: পিএসজি

খেলা ডেস্কঃ

করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফরাসি লিগ কাপ ‘কুপ ডে ফ্রান্সের’ আগে সকল খেলোয়াড়ের যখন করোনা টেস্ট করা হয় তখন করোনা পজিটিভ আসে পিএসজির চার খেলোয়াড়ের। সেখানে নাম আসে মেসির। পিএসজির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে লিগ কাপে ভানিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মেসি। আজ রোববার এমন তথ্য জানা যায়।

ইউরোপে করোনার যে সুনামি লেগেছে তার থেকে কোনোভাবে বাদ যাচ্ছে না নামি-দামি ফুটবল ক্লাবগুলো এবং একইসঙ্গে ফুটবল খেলোয়াড়রাও।


কিছু গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭ বারের ব্যালন ডি’অর উইনার। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

RELATED ARTICLES

Most Popular