আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের অরুণাচল প্রদেশকে বরাবরই দক্ষিণ তিব্বতের অংশ মনে করে চীন। এ নিয়ে ২ দেশের সম্পর্ক প্রায়ই শীতল থাকে। আরো ১ বার প্রদেশটি নিয়ে উত্তেজনা তৈরী হলো নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে।
ভারত-চীন উত্তেজনা এখন চরমে। অরুণাচল প্রদেশের ১৫টি স্থানের নতুন নামকরণ করলো বেইজিং। এর মধ্যে রয়েছে ৮টি আবাসিক এলাকা, ৪টি পাহাড়, ২টি নদী ও ১টি পাহাড়ি পথ। এদিকে, নিজস্ব ভূখণ্ডের নাম পরিবর্তন করায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।
বেইজিংয়ের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, অরুণাচল ভারতের প্রদেশ ছিল এবং থাকবে। নাম পরিবর্তন করে এ সত্য কখনো বদলে দেওয়া যাবে না।